গার্মেন্টসকর্মী হত্যা মামলায় শাকিল-রুপা কারাগারে

By স্টার অনলাইন রিপোর্ট
31 August 2024, 11:59 AM
UPDATED 31 August 2024, 18:15 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার আদালত।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু এ আদেশ দেন।

আদালতে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাঁচ দিনের রিমান্ড শেষে এই সাংবাদিক দম্পতিকে আদালতে হাজির করলে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।'

গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় বলা হয়, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার মামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।