রমনা মডেল থানার সামনে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ড

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2025, 08:17 AM

রাজধানীর রমনা মডেল থানা ফটকের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, 'সকাল ১০টা ৫০ মিনিটের দিকে গাড়ি মেরামতের সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।'

'মিস্ত্রির ভুলে আগুন লেগে গিয়েছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি,' বলেন ফারুক।