ওভারপাস থেকে পড়ে যাওয়া ট্রাকের চাপায় রিকশাচালক নিহত

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
29 September 2025, 11:08 AM

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে লিংক রোডে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। সেসময় বৃষ্টি হচ্ছিল এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক মোহরউদ্দিন ওভারপাসের নিচে রিকশা থামিয়ে চালকের আসনে বসা ছিলেন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ জানান, ৩৫ বছর বয়সী মোহর বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগী আহত হয়েছেন। কিন্তু ঘটনার পরই তারা ট্রাক রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকটি সড়ক থেকে সরানো হয়।

এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানা পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম।

আড়াইহাজারে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

এদিকে আড়াইহাজার উপজেলায় ট্রাকচাপায় তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ডেইলি স্টারকে বলেন, উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, 'শিশুটি বাড়ির পাশে রাস্তায় চলে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'