চার্জে থাকা মোবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ 
27 September 2024, 15:05 PM

ময়মনসিংহ নগরীতে বাসায় রাতে ঘুমানোর সময় চার্জে থাকা মোবাইল ফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চিকিৎসক মারা গেছেন।

মৃত মোহাম্মদ তারিকুল আলম নোমান (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক (শিশু) বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড জমির মুন্সি লেনে চিকিৎসকের নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসক নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খাঁন ডেইলি স্টারকে বলেন, 'রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি শেষে বাসায় ফেরেন ডা. নোমান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে চার্জ দেওয়া ছিল মোবাইল ফোন। হঠাৎ সেটিতে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।'

'পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।

পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।