সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ১১

By স্টার অনলাইন রিপোর্ট
24 April 2024, 14:16 PM

রাঙ্গামাটির সাজেকের সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে ট্রাক উল্টে ছয় জন সড়ক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১১ জন।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, 'আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।'

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, ট্রাকে ১৭ জন শ্রমিক ছিল। তাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা আহত হয়েছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, তিনিও ছয় শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছেন।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তাওহীদ জানান, নিহতরা সীমান্তে রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত ছিল।