ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত অন্তত ৪

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর
26 December 2025, 04:55 AM
UPDATED 26 December 2025, 13:20 PM

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভোলার লালমোহন থানার আ. গনি, মো.সাজু, মোসা. রিনা ও চরফ্যাশন থানার মো. হানিফ। তারা সবাই জাকির সম্রাট-৩ ল‌ঞ্চের যাত্রী ছিলেন।

জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল।

দিক নির্ণয় করতে না পেরে লঞ্চটি ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে।  

নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, দুই লঞ্চের সংঘর্ষে কমপক্ষে চারজন মারা গেছেন। একজন নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার হয়েছে।

আহতদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতালে এবং একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন বলেও জানান তিনি।