চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর
13 January 2023, 17:45 PM
UPDATED 13 January 2023, 23:48 PM

চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই যুবক ছাদে উঠে সেলফি তোলা ও লাফালাফি করতে শুরু করে। কিন্তু, ট্রেনটি ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে তারা ছিটকে পড়ে।'

'এসময় ট্রেনের নিচে পড়ে ওই যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার পরিচয় পাওয়া যায়নি,' বলেন এই পুলিশ কর্মকর্তা।