চাকরির প্রলোভনে ফিলিপাইনে পাচার বিভিন্ন দেশের ১ হাজার নাগরিককে উদ্ধার

By স্টার অনলাইন ডেস্ক
27 June 2023, 07:38 AM
UPDATED 27 June 2023, 14:08 PM

ম্যানিলার একটি অনলাইন ক্যাসিনোতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের ১ হাজারেরও বেশি মানুষকে ফিলিপাইনে পাচার করে একটি চক্র। আজ ফিলিপাইনের পুলিশ তাদেরকে উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পুলিশ রাজধানীর একটি ভবনের কম্পাউন্ডের ভেতরে থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে আছেন চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিজ্ঞাপন অনুযায়ী অনলাইন গেমিং সহকারী পদে যোগ দিতে ফিলিপাইনে এসেছিলেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এ ধরনের ইন্টারনেটভিত্তিক প্রতারণার সংখ্যা দ্রুত বাড়ছে। এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অনেক সময় পাচারের শিকার ভুক্তভোগীরা ক্রিপটোকারেন্সিতে ভুয়া বিনিয়োগের প্রচারণা করতে বাধ্য হন।

মঙ্গলবার এএফপির সাংবাদিকরা ঘটনাস্থলে পুলিশের ২টি বাস ও ২টি ট্রাক দেখতে পান। সাংবাদিকদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফিলিপাইন পুলিশের সাইবার-অপরাধ দমন বিভাগের মুখপাত্র মিশেল সাবিনো এই উদ্ধার অভিযানের পর বলেন, 'প্রাথমিকভাবে বলা যায়, এটি একটি মানব পাচারের ঘটনা।'

তিনি বলেন, কর্মীরা অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কী না, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও, তিনি নিশ্চিত করেন, সবরকম সম্ভাবনাই তদন্ত করে দেখা হবে।

মে মাসেও কর্তৃপক্ষ এশিয়ার বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে আসা ১ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে। তাদেরকে আটকে রেখে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করা হচ্ছিল।