ভারী বর্ষণে জম্মু-কাশ্মীরে অন্তত ৪১ জনের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
28 August 2025, 04:55 AM

জম্মু-কাশ্মীরের দুটি জেলায় মঙ্গলবার ও বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ৪১ জনের বেশিরভাগই ছিলেন তীর্থযাত্রী।

মঙ্গলবার দুপুরে আধ্যকুনওয়ারির কাছে মাতা বৈষ্ণো দেবীর পাহাড়চূড়ার মন্দিরগামী পথে মেঘ ভাঙা বৃষ্টিতে ৩৪ জন মারা যান। একই দিন সকালে ডোডা জেলার পাহাড়ি এলাকায় বৃষ্টি ও আকস্মিক বন্যায় আরও চারজনের মৃত্যু হয়।

বুধবার আরও তিনটি মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা দাঁড়ায় ৪১ জনে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের মতে, তীর্থযাত্রীদের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।