ভারতের আইসিএমআরের ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
7 December 2022, 06:57 AM
UPDATED 7 December 2022, 13:13 PM

ভারতের শীর্ষ মেডিকেল গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

আজ বুধবার তারা এ তথ্য জানান।

সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, গত নভেম্বরে হ্যাকাররা অন্তত ৬ হাজার বার আইসিএমআর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল।

কিন্তু, ওয়েবসাইটটি ফায়ারওয়াল ও ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টারের নানান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আইসিএমআরের ওয়েবসাইটটি সুরক্ষিত।

আইসিএমআর ওয়েবসাইটের নিরাপত্তা আরও বাড়ানো হবে উল্লেখ করে সরকারি কর্মকর্তারা আরও জানান যে হ্যাকাররা ভারতের বাইরে থেকে হ্যাকিংয়ের চেষ্টা করেছে।

সম্প্রতি, হ্যাকাররা নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সার্ভিসেসের (এইমস) অনলাইন সেবা বন্ধ করে দিয়েছিল।

তারা প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সার্ভারে হামলা করায় ৩ থেকে ৪ কোটি রোগীর গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা দেখা দেয়।