মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩৮

By স্টার অনলাইন ডেস্ক
8 October 2022, 03:12 AM

ভারতের মহারাষ্ট্রের নাসিকে সড়ক দুর্ঘটনায় একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

আজ শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে নাসিকের ঔরঙ্গাবাদ সড়কে একটি ট্রাককে ধাক্কা মারার পর যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়।

নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার অমল তাম্বে জানান, নিহতদের অধিকাংশই বাসের যাত্রী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।