নাটোর উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আলতাফ, সাধারণ সম্পাদক বুলবুল

By নিজস্ব সংবাদদাতা, নাটোর
2 March 2024, 15:16 PM
UPDATED 2 March 2024, 21:23 PM

প্রথমবারের মতো উদীচী শিল্পীগোষ্ঠী নাটোর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন জেলা কমিটি গঠন করা হয়।

এতে আগামী দুই বছরের জন্য নাটোর জেলা সংসদের সভাপতি হিসেবে আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বুলবুল আহমেদকে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এর আগে আজ সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলন উদ্বোধক সাজিদ আলী ঝর্ণা। এরপর সাংগঠনিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনের বক্তব্যে সম্মেলনের প্রধান অতিথি উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, 'উদীচী প্রতিষ্ঠার ৫৪ বছর পর নাটোরে অনুষ্ঠিত হচ্ছে প্রথম সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে নাটোরে উদীচীর নবজাগরণ শুরু হলো। এমন নেতৃত্বের হাতে নাটোর জেলা শাখার দায়িত্ব দেওয়া হবে, যারা প্রগতিশীলতাকে হৃদয় দিয়ে ধারণ করে এবং সংগঠনকে গতিশীল করতে পারবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, সহ-সভাপতি জুলফিকার হায়দার গোলাপ, সদস্য রতন কুমার দাস।