ট্রাম্পের আকাশসীমা সতর্কতা ‘ঔপনিবেশিক হুমকি’: ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (বামে) এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকে কঠোর সমালোচনা করেছে কারাকাস। তারা বলছে, এটা ট্রাম্পের 'ঔপনিবেশিক হুমকি'।
আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত।
এরপর ভেনেজুয়েলা একে 'ঔপনিবেশিক হুমকি' হিসেবে আখ্যা দিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'কারাকাস তার আকাশসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এই ঔপনিবেশিক হুমকিকে নিন্দা ও প্রত্যাখ্যান করছে। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি উদ্ভট, বেআইনি ও অযৌক্তিক আগ্রাসন।'
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীও।