৬ হাজার উড়োজাহাজকে জরুরি মডিফিকেশনের অনুরোধ এয়ারবাসের
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের কয়েকটি মডেলের উড়োজাহাজে জরুরিভাবে সফটওয়্যার আপডেটের অনুরোধ জানিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বলছে, এতে অনেক ফ্লাইট চলাচল বিঘ্নিত হতে পারে।
এয়ারবাস বলছে, সূর্যের তীব্র বিকিরণ ফ্লাইট নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দিতে পারে— এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মোটের প্রায় অর্ধেক অর্থাৎ প্রায় ছয় হাজার উড়োজাহাজ চলাচল সাময়িক বিঘ্নিত হতে পারে।
গত অক্টোবরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে একটি জেটব্লু উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে যাওয়ার ঘটনা ঘটে। এরপরই সমস্যা শনাক্ত হয়। উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তখন ১৫ থেকে ২০ জন সামান্য আহত হন বলে জানা যায়।
ধারণা করা হচ্ছে, সূর্যের তীব্র বিকিরণ উড়োজাহাজ নিয়ন্ত্রণে ব্যবহৃত কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করায় এই ঘটনা ঘটেছিল। এখন এমন ঘটনা আবার যেন না ঘটে, সেজন্য প্রযুক্তিগত পরিবর্তনের এই অনুরোধ জানিয়েছে এয়ারবাস।
যেসব উড়োজাহাজে এই পরিবর্তন আনতে হবে, সেগুলোর সবই এ৩২০ পরিবারের। এর মধ্যে এ৩১৯ ও এ৩২১ মডেলও রয়েছে। এয়ারবাস বলছে, বেশিরভাগ উড়োজাহাজকে সহজ একটি সফটওয়্যার আপডেটের মধ্য দিয়ে যেতে হবে।
তবে প্রায় ৯০০ পুরোনো বিমানে কম্পিউটার বদলাতে হবে, আর সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত পরিষেবা থেকে সরিয়ে রাখতে হবে।
যুক্তরাজ্যের বিমান কর্তৃপক্ষ বলেছে, সফটওয়্যার আপডেট করতে গিয়ে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে। আবার কিছু ফ্লাইট বাতিলও হতে পারে। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা, এয়ার ইন্ডিয়া, উইজ এয়ার ও এয়ার নিউজিল্যান্ড—সবাই বলেছে যে তাদের ফ্লাইট চলাচল বিঘ্নিত হতে পারে।