ইরানের তুলনায় ইসরায়েল বড় হুমকি: অক্সফোর্ড ইউনিয়ন

By স্টার অনলাইন ডেস্ক
17 November 2025, 08:33 AM
UPDATED 17 November 2025, 14:55 PM

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতার জন্য ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে আসা হচ্ছে। গত ৪৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্র দেশগুলো এই বার্তা প্রচার করে আসলেও এখন মনে হয় পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

গত ১৫ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনের শিরোনামে বলা হয়—'ইরানের তুলনায় ইসরায়েলকে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে অক্সফোর্ড ইউনিয়ন।'

প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড ইউনিয়ন 'নিরঙ্কুশ' ভোটে বলেছে যে 'আঞ্চলিক স্থিতিশীলতা' বিবেচনায় ইরানের তুলনায় ইসরায়েল বড় হুমকি।

এতে আরও বলা হয়, গত ১২ নভেম্বর রাতে ইউএন ওয়াচের পরিচালক হিলেল নুয়ের ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ সতায়েহের মধ্যে বিতর্কে, ফিলিস্তিনি নেতা দাবি করেন—'ইসরায়েল হচ্ছে সম্প্রসারণবাদী ঔপনিবেশিক রাষ্ট্র। তৎকালীন শীর্ষ ঔপনিবেশিক শক্তিগুলো এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছে।'

এই ফিলিস্তিনি নেতা ইসরায়েলকে 'একঘরে হয়ে পড়া রাষ্ট্র' হিসেবে অভিহিত করে বলেন এই রাষ্ট্রকে 'থামাতে হবে'।

লন্ডনভিত্তিক সাপ্তাহিক জুইশ ক্রনিকল-এর প্রতিবেদন অনুসারে— মোহাম্মদ সতায়েহ আরও বলেন, 'ইসরায়েল আইন মেনে চলছে না। জাতিসংঘের প্রস্তাবনার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে না। আমরা জানি যে আগ্রাসী রাষ্ট্র ইসরায়েল পরমাণু শক্তিধর ও ঔপনিবেশিক শক্তির কেন্দ্র। ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী আচরণের ওপর ভিত্তি করে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'নিষ্ঠুর দখলদারিত্ব, অপরাধ ও গণহত্যা—ইসরায়েল পুরো অঞ্চলকে বারবার সংঘাতে টেনে এনেছে। ইসরায়েল এসব দুর্দশা ও গণহত্যার জন্য দায়ী। এই রাষ্ট্র সম্প্রসারণবাদী ও ঔপনিবেশিক মানসিকতা নিয়ে চলে।'

সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয় ১৮২৩ সালে। এটি ব্রিটেনের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি ইউনিয়ন ও বিশ্বের অন্যতম সম্মানজনক স্টুডেন্টস সোসাইটি।

এই ২০২ বছর পুরোনো ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নকে উদ্দেশ করে ফিলিস্তিনি নেতা আরও বলেন, কোনো কোনো ইসরায়েলি নেতা মনে করেন যে ইসরায়েলের সীমা হওয়া উচিত মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত পর্যন্ত।

'আমাদের সবার উচিত এটা বলা যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ,' যোগ করেন তিনি।

তার বক্তব্যের বিরোধিতা করে ইউএন ওয়াচের পরিচালক হিলেল নুয়ের বলেন, ইসরায়েল সম্পর্কে এমন বক্তব্য 'বাস্তবতার বিপরীত'। তার মতে, 'যারা যুদ্ধ শুরু করে তারাই আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে। যারা যুদ্ধ বন্ধ করে তারা নয়।'

তার ভাষ্য, ইরান সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াচ্ছে। এই কারণে আরব রাষ্ট্রগুলো নিজেদের রক্ষার জন্য ইসরায়েলের ওপর নির্ভরশীল।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে আরও বলা হয় যে, প্রস্তাবটির পক্ষে অক্সফোর্ড ইউনিয়নের সদস্যরা ভোট দিয়েছেন। দ্য জুইশ ক্রনিকল বলেছে, প্রস্তাবটির পক্ষে 'নিরঙ্কুশ' ভোট পড়েছে।

গত বছর 'বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল গণহত্যার জন্য দায়ী' এই প্রস্তাবে অক্সফোর্ড ইউনিয়নের সদস্যরা ভোট দেন। সেসময় প্রস্তাবের পক্ষে ২৭৮টি ও বিপক্ষে ৫৯টি ভোট পড়েছিল।