মুম্বাইয়ে এক ঘণ্টার ‘জিম্মি নাটকের পর’ ১৭ শিশু উদ্ধার, অভিযুক্ত গুলিতে নিহত

By স্টার অনলাইন ডেস্ক
30 October 2025, 15:29 PM
UPDATED 30 October 2025, 21:55 PM

ভারতের মুম্বাই শহরের পোয়াই এলাকার একটি স্টুডিওর ভেতর জিম্মিদশা থেকে ১৭ শিশুসহ ১৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। 

এসময় অভিযুক্ত জিম্মিকারী রোহিত আর্য্য গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানান, প্রায় এক ঘণ্টা ধরে এই জিম্মি নাটক চলে। অভিযুক্ত রোহিত আর্য্য এসময় একটি ভিডিও প্রকাশ করেন। তিনি এয়ারগান দিয়ে শিশুদের ক্ষতি করার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। পরে তিনি হাসপাতালে মারা যান।

rohit.jpg
অভিযুক্ত রোহিত আর্য্য পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ছবি: এক্স থেকে নেওয়া

যৌথ পুলিশ কমিশনার (ল অ্যান্ড অর্ডার) সত্যনারায়ণ চৌধুরী বলেন, 'সব শিশু নিরাপদ আছে।'

তিনি জানান, রোহিত আর্য্য ১৫ বছর বয়সী ছেলে–মেয়েদের সম্ভবত একটি ওয়েব সিরিজে অডিশনের জন্য ডেকেছিলেন। তার কাছে এয়ারগান ছাড়াও কিছু রাসায়নিক ছিল।

ডেপুটি পুলিশ কমিশনার দত্ত নলাওয়াদে বলেন, 'বেলা পৌনে ২টার দিকে পুলিশের কাছে একটি ফোন আসে। বলা হয়, মহাবীর ক্ল্যাসিক ভবনের আর এ স্টুডিওর ভেতর এক ব্যক্তি শিশুদের জিম্মি করে রেখেছে।'

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।