ভরা মজলিসে মেলোনিকে ‘সুন্দরী তরুণী’ বললেন ট্রাম্প

By স্টার অনলাইন ডেস্ক
14 October 2025, 06:39 AM
UPDATED 14 October 2025, 13:39 PM
সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যোগ দেওয়া ৩০ নেতার মধ্যে মেলোনিই ছিলেন একমাত্র নারী।

যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে সহ-সভাপতির ভূমিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক অপ্রত্যাশিত মন্তব্য করে বসেন তিনি।

সম্মেলন মঞ্চে একমাত্র নারী নেত্রী হিসেবে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ট্রাম্প মেলোনিকে উদ্দেশ্য করে বলে বসেন, 'তিনি সুন্দরী তরুণী'।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ট্রাম্প (৭৯) অকপটে স্বীকার করে নেন, ইতালির কট্টর ডানপন্থি নেতাকে নিয়ে এ ধরনের বক্তব্যের জন্য তিনি সমালোচিত হতে পারেন। তবে এ ধরনের ঝুঁকিও তিনবারের বিবাহিত মার্কিন নেতাকে নিবৃত্ত করতে পারেনি।

Trump Meloni
সম্মেলনের ফাঁকে মেলোনির সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন ট্রাম্প। ছবি: এএফপি

'আমার এভাবে কথা বলা উচিৎ না। সাধারণত এরকম কিছু বললে রাজনৈতিক ক্যারিয়ারের অপমৃত্যু ঘটে। তাও বলছি—তিনি একজন সুন্দরী তরুণী', বলেন ট্রাম্প।

সে সময় পোডিয়ামে ট্রাম্পের পেছনেই দাঁড়িয়ে ছিলেন মেলোনি।

ইসরায়েলি গণহত্যার শিকার গাজায় শান্তি প্রতিষ্ঠার বিস্তারিত পরিকল্পনা নিয়ে দেওয়া বক্তব্যের মধ্যে খানিকটা অপ্রাসঙ্গিকভাবেই এ কথা বলেন ট্রাম্প।

'আপনি যদি যুক্তরাষ্ট্রে কোনো নারীর বিষয়ে "সুন্দরী" শব্দটা ব্যবহার করেন, তাহলে তা আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেয়। তা সত্ত্বেও আমি ঝুঁকিটা নিচ্ছি,' বলেন ট্রাম্প।

এরপর ঘুরে দাঁড়িয়ে ৪৮ বছর বয়সী মেলোনির উদ্দেশে সরাসরি বলেন ট্রাম্প, 'কোথায় তিনি? এই তো এখানেই আছেন। আপনাকে সুন্দরী বলায় কিছু মনে করেননি, ঠিক কী না? কারণ আপনি সেটাই।'

এ সময় হেসে, মাথা নেড়ে ও হাতজোড় করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে দেখা যায় মেলোনিকে। তবে তিনি ট্রাম্পকে কিছু বলেছেন কিনা, তা ভিডিওতে শোনা যায়নি।

পরবর্তীতে ট্রাম্প মেলোনিকে 'অসাধারণ' বলে অভিহিত করেন।

'ইতালিতে সবাই তাকে সম্মান করে। তিনি অত্যন্ত সফল রাজনীতিবিদ,' যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যোগ দেওয়া ৩০ নেতার মধ্যে মেলোনিই ছিলেন একমাত্র নারী।

Trump Meloni
"সুন্দরী" মেলোনির সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন ট্রাম্প। ছবি: এএফপি

গতকাল সোমবার শার্ম আল-শেখে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতার ও তুরস্কের নেতারা বিধ্বস্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যৌথ ঘোষণায় সই করেন।

চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় দুই বছর ধরে আটক থাকা শেষ ২০ ইসরায়েলি জিম্মিকে ইতোমধ্যে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।