অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

By স্টার অনলাইন ডেস্ক
13 October 2025, 09:43 AM
UPDATED 13 October 2025, 16:28 PM

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন— ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। 

আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য। পুরস্কারের অর্ধেক পেলেন ইওয়েল মোকিয়র। 

সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

মোকিয়রের জন্ম ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে। ১৯৭৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক।

আগিয়োঁর জন্ম ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে। ১৯৮৭ সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক।

হাউইটের জন্ম ১৯৪৬ সালে কানাডায়। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

পুরস্কারের এক কোটি ১০ লাখ ক্রোনারের অর্ধেক নেবেন মোকিয়র। বাকি অর্ধেক ভাগ করে নেবেন আগিয়োঁ ও হাউইট।