ভিয়েতনামের হা লং উপসাগরে নৌকা ডুবে নিহত অন্তত ৩৭

By স্টার অনলাইন ডেস্ক
20 July 2025, 03:12 AM
UPDATED 20 July 2025, 09:25 AM

ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং উপসাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন, যাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিএন এক্সপ্রেসের বরাত দিয়ে এএফপি জানায়, শনিবার ঝড়ের কবলে পড়ে 'ওন্ডার সি' নামের পর্যটকবাহী নৌযানটি ডুবে যায়। নৌকাটিতে ৪৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা পরিবারের সদস্য, যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। উদ্ধারকারীরা ১১ জনকে জীবিত উদ্ধার করেছে এবং শনিবার সন্ধ্যার মধ্যে ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে নৌকার কেবিন থেকে তিনজন ক্রু সদস্যের মরদেহ পাওয়া যায়। রোববার সকালেও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালাতে প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়, 'ঘটনার কারণ খতিয়ে দেখা হবে এবং কোনো গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

হা লং উপসাগর ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। প্রতিবছর লাখ লাখ মানুষ সবুজ জলরাশি ও চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে ভিড় জমান।