ছবিতে পাকিস্তানে ভারতের হামলা

By স্টার অনলাইন ডেস্ক
7 May 2025, 08:26 AM
UPDATED 7 May 2025, 16:22 PM

পাঞ্জাবের শিয়ালকোট ও ভাওয়ালপুর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরসহ ছয়টি স্থানে হামলা চালিয়েছে প্রতিবেশী ভারত।

গত ভোররাতে এই হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

হামলার পরপরই আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানায় যে, ভারত তার আকাশসীমার মধ্যে থেকে এই হামলা চালিয়েছে।

FlYyeK9c9jhibfoAvkh-lYZSzvjB9WWPyVg8T9Lojw0.jpg
ছবি: রয়টার্স

ডন জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানের মুজাফফরাবাদের বিলাল মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

6FOpkGnhDEC5ZC5zt2DHBWc_m8FRPbndhV0x1ysKNBA.jpg
ছবি: এএফপি

মুরিদকেতে ভারতীয় হামলার পর সরকারি স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত ভবনের দিকে তাকিয়ে আছে মানুষ।

NpwjKAbXzlExllKO0QtnRlmwTfLzKfDIO3cCs3LQq_4.jpg
ছবি: এএফপি

মুরিদকেতে হামলার পর ঘটনাস্থল খতিয়ে দেখছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

k2xcOi3SUCIIIxEFFs964voOFgHfU3owH5jPhJ9T8RI.jpg
ছবি: এএফপি

করাচিতে সব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার পরে যাত্রীরা জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে অপেক্ষা করছেন। 

vFlIs46LK5M-SOEmSPkY_UHkLXWwcnErcXbqpVbgSB0.jpg
ছবি: রয়টার্স

মুজাফফরাবাদে বিলাল মসজিদের ক্ষতিগ্রস্ত অংশের ছবি তুলছেন একজন গণমাধ্যমকর্মী।

owLcvEn4pj53a5adAal-4GnVtqW04ub1Ck3rgkAyB6o.jpg
ছবি: এএফপি

ভাওয়ালপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আহমেদপুর শারকিয়ায় ভারতীয় হামলার পর পাকিস্তানি সেনারা একটি রাস্তা বন্ধ করে দিয়েছে।

oboSuHAb7JE9U0go7zxD_zYfy9o9wHjYyydI7KuF3EY.jpg
ছবি: রয়টার্স

মুজাফফরাবাদে বিলাল মসজিদের সামনে পাহারা দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

wd0J-J9_rPkPNsZh3x3Rc392zS9wBEnAm7DqPdZr-4E.jpg
ছবি: এএফপি

মুজাফফরাবাদে হামলার পর একটি রাস্তা ঘেরাও করে রেখেছেন নিরাপত্তা কর্মীরা।

eJGLUKsLVmQA1cOFH7yEX_-lAlTLT4u1zCIY36qrfV0.jpg
ছবি: উমাইর আলী রাজপুত

ভারতীয় হামলার প্রতিবাদে পাকিস্তানের হায়দ্রাবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।