পুলিশ হেফাজতে টিএনজেড গ্রুপের পরিচালক শরীফুল ইসলাম শাহীন 

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর 
28 March 2025, 10:53 AM
UPDATED 28 March 2025, 19:17 PM

টিএনজেড গ্রুপের পরিচালক শরীফুল ইসলাম শাহীনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর গাছা থানায় অবস্থান করছেন। এর আগে শ্রমিকরা তাকে কারখানায় অবরুদ্ধ করে রাখে।

আজ শুক্রবার বিকেল ৩টায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ দ্য ডেইলি স্টারকে জানান, শরীফুলকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে থানায় রাখা হয়েছে।

থানায় শরীফুলের সঙ্গে তৈরি ও নিট পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ, বিকেএমইএর প্রতিনিধিরাও অবস্থান করছেন বলে জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার রাতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে টিএনজেড গ্রুপের শতাধিক শ্রমিক পরিচালক শরীফুলকে তার উত্তরার বাসার কাছ থেকে ধরে এনে ফ্যাক্টরিতে অবরুদ্ধ করে রাখেন।

সেখানে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস ও মুচলেকা দেওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। 

বকেয়া বেতন-বোনাস ও অন্যান্য পাওনার দাবিতে গতকাল পঞ্চম দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকেরা। 

আজ শুক্রবার বিকেলে টিএনজেড গ্রুপের পোশাককারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখামিছিল ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।