চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন

By স্টার অনলাইন ডেস্ক
7 October 2024, 09:52 AM
UPDATED 7 October 2024, 16:04 PM

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন।

আজ সোমবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।

তাদের গবেষণা কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কীভাবে করে, তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যামব্রোস। তিনি ১৯৭৯ সালে এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি পান।

১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুভজিন। তিনি ১৯৮২ সালে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।