ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছে: ব্লিঙ্কেন

By স্টার অনলাইন ডেস্ক
8 October 2023, 14:19 PM
UPDATED 8 October 2023, 20:25 PM

ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তবে তিনি নিহতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার বিষয়ে আজ রোববার সিএনএনের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ব্লিঙ্কেন।

তিনি বলেন, 'ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহতের তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা এর সত্যতা যাচাই করে দেখছেন।'

ব্লিঙ্কেন আরও বলেন, 'ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সামরিক সহায়তার ঘোষণা আসছে। তবে আমাদের প্রথম ফোকাস হলো, এই মুহূর্তে ইসরায়েলের যে ধরনের সহায়তা প্রয়োজন তা নিশ্চিত করা।'