সৌদি আরবে ঈদ ২৮ জুন

By স্টার অনলাইন ডেস্ক
18 June 2023, 16:31 PM
UPDATED 18 June 2023, 23:10 PM

সৌদি আরবের তুমাইর শহরে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এ হিসেবে দেশটিতে ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঈদের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে বলে গালফ নিউজ জানিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। 

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইতে আজ চাঁদ দেখা না যাওয়ায় এ দেশগুলোতে ২৯ জুন ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।