ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

By স্টার অনলাইন ডেস্ক
21 June 2025, 11:03 AM

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শনিবার ইরানি গণমাধ্যম নুর নিউজ এজেন্সির বরাতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজার জন আহত হয়েছেন। গত কয়েকদিনের মধ্যে এটিই ইরানের পক্ষ থেকে জানানো হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা।

এর আগে, গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় অন্তত ২২৪ জন নিহত হয়েছে। তবে মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি' শুক্রবার জানিয়েছিল, বেসরকারিভাবে নিহতের সংখ্যা ৬৫৭।