মেরী স্টোপসের আয়োজনে নারীর স্বাস্থ্যসেবায় ঐক্যের অঙ্গীকার

By স্টার অনলাইন রিপোর্ট
30 October 2025, 16:02 PM

নারীর স্বাস্থ্যসেবা উন্নয়নে দীর্ঘদিনের অংশীদারত্ব ও সম্মিলিত প্রয়াসকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মেরী স্টোপস বাংলাদেশ। 

'জয়েনিং হ্যান্ডস ফর ইমপ্রুভিং উইমেন্স হেলথ কেয়ার ইন বাংলাদেশ' শীর্ষক এ অনুষ্ঠানে মেরী স্টোপস ও সহযোগী প্রতিষ্ঠানগুলো নারীর স্বাস্থ্য অধিকার, সুরক্ষা ও মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার আরও জোর দিয়ে পুনর্ব্যক্ত করেছে।

এ আয়োজনে মেরী স্টোপসের সহযোগী সংস্থা, দাতা সংস্থা ও অংশীজন যারা এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাদের অবদান তুলে ধরা হয়।

অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানের ফিগো উইমেনস অ্যাওয়ার্ড পাওয়া এ আয়োজনের অন্যতম অনুপ্রেরণা। নারীর স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে পরিবার পরিকল্পনাসহ সার্বিক নারী স্বাস্থ্যসেবায় গত চার দশক ধরে মেরী স্টোপসের ভূমিকা তুলে ধরা হয়।

আয়োজনে মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, 'আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবায় নারীর অভিগম্যতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণে তার অংশগ্রহণ দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। অংশীদারদের এই সম্মিলিত প্রয়াস বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলবে।'

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল এসকেএফ ফার্মাসিউটিকাল লিমিটেড এবং অ্যালায়েন্স ফাইনান্স পিএলসি।