টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকেই করবেন যেভাবে

By স্টার অনলাইন ডেস্ক
19 August 2025, 09:56 AM
UPDATED 22 August 2025, 11:01 AM

দেশব্যাপী শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোররা বিনামূল্যে টিকা পাবে।

গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় টাইফয়েডের টিকা দেশে আনা হয়েছে। এক ডোজের ইনজেকটেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

টিকা পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। ভালো খবর হলো, ঘরে বসে নিজের স্মার্টফোন থেকেই রেজিস্ট্রেশন করা যাচ্ছে। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড দেখাতে হবে।

কয়েক ধাপে টিকা নিবন্ধন

ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রথমে নিবন্ধনের জন্য এই লিঙ্কে যান।

শিশুর জন্মতারিখ: দিন, মাস ও বছরের ঘর পূরণ করুন।

জন্ম নিবন্ধন সনদের নম্বর: ১৭ অংকের জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখুন।

লিঙ্গ নির্বাচন: নারী বা পুরুষ ঘরটি পূরণ করুন।

ক্যাপচা কোড পূরণ: প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।

পরবর্তী ধাপ: পরের পেজে বাবা-মায়ের মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা দিন। 'সাবমিট' চাপুন।

ওটিপি যাচাই: মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।

টিকা নির্বাচন: দ্বিতীয় ধাপে টাইফয়েড টিকা বেছে নিন। তারপর অপশন দেখা যাবে: স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)। উপযুক্ত পশন নির্বাচন করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।

টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। স্কুলে টিকা না নেওয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা পাবে।