চিকিৎসক, নার্স ছাড়াই চলছিল ক্লিনিক, অভিযানে বন্ধ

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
3 March 2024, 16:03 PM
UPDATED 3 March 2024, 22:08 PM

সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং দক্ষ জনবল না থাকায় মানিকগঞ্জের তিনটি বেসরকারি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

ক্লিনিক তিনটি হলো- মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, প্রাইম জেনারেল হাসপাতাল এবং ফিরোজা জেনারেল হাসপাতাল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা শহরে গড়ে ওঠা বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী ও জনবল নেই। সেবার মনমানসিকতা নয়, অর্থ উপার্জনের উদ্দেশেই এসব ক্লিনিক গড়ে তোলা হয়েছে। 

আজ দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত এসব ক্লিনিকে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। এ অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন। 

অভিযানে সার্বক্ষণিক চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় ওই তিনটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন সিভিল সার্জন। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমীনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, 'যে সব কারণে ক্লিনিক তিনটির কার্যক্রম বন্ধ করা হয়েছে, তা নিশ্চিত করা হলে পুনরায় ক্লিনিকগুলোর কার্যক্রম চালু করতে পারবে। অন্যথায় এসব ক্লিনিকগুলোর কার্যক্রম চালু করলে সিলগালা করে দেওয়া হবে।'