অবৈধভাবে পেঁচা আমদানি, ১৯ লাখ টাকা জরিমানা

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
24 November 2022, 18:40 PM
UPDATED 25 November 2022, 01:01 AM

অনাপত্তি পত্র ছাড়া 'পেঁচা' আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল পেটস অ্যান্ড ফার্মিংকে ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। 

আজ বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পেঁচাগুলো আটক করা হয় এবং জরিমানা করা হয়।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা এ জরিমানা করেন।

মালি থেকে অনাপত্তি পত্র (এনওসি) ছাড়া ১৭টি পেঁচা আনে শাহজালাল পেটস। বিষয়টি জানার পর কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় বন বিভাগের একটি দল এসব পেঁচা আটক করে।
 
পরে, কাস্টমস আইন লঙ্ঘন করায় আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। 

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, '১৭টি পেঁচা পরিপালন ও সংরক্ষণের জন্য গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।'

তিনি বলেন, 'বিমানবন্দরের ভেতরে বন বিভাগের জন্য কোনো কক্ষ বরাদ্দ কিংবা পাস না থাকায় সার্বক্ষণিক আমদানি করা পোষা পাখি এবং রপ্তানিযোগ‍্য কাঁকড়া মনিটরিং করা যায় না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ দৃষ্টি দেবে বলে আমরা আশা করছি।'