আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু

By স্টার অনলাইন রিপোর্ট
12 April 2025, 14:51 PM

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকার পর চালু হয়েছে ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় ওই ইউনিটটি চালু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম বদিউজ্জামান।

তিনি জানান, আজ সন্ধ্যায় ওই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সন্ধ্যা ৭টায় সেখান থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।

৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রথমটি গত ৮ এপ্রিল বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ইউনিটটি গতকাল রাত পৌনে ১২টার দিকে বন্ধ হয়ে যায়।