বিদ্যুতের পাইকারি দাম বাড়ল ১৯.৯২ শতাংশ

গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না
By স্টার অনলাইন রিপোর্ট
21 November 2022, 06:25 AM
UPDATED 21 November 2022, 15:18 PM

আবারও বেড়েছে বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৯২ শতাংশ।

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত নেয়।

পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৫ টাকা ১৭ পয়সা।

এই দাম ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

আজ সোমবার দুপুর ১২টায় মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

এ সময় জানানো হয়েছে, পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তীত থাকবে।