আবার ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি | সংগৃহীত
বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা, নরসিংদীসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
এক সপ্তাহে পরপর তিন দফা ভূমিকম্পের পর দেশে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা, নরসিংদীসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ সেন্টারের ওয়ারলেস সুপারভাইজার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে ৩ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।'
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও একই সময়ে বাংলাদেশে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে।
সংস্থাটি বলছে, ঢাকা থেকে ৩১ কিলোমিটার ও টঙ্গী থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

