বিমানবন্দরে হঠাৎ দেখা শাকিব খান-আরিফিন শুভর 

By স্টার অনলাইন রিপোর্ট
24 October 2023, 06:10 AM
UPDATED 24 October 2023, 15:10 PM

একসঙ্গে ঢাকার বিমানবন্দরে দেখা হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভর। 

আজ মঙ্গলবার সকালে মুম্বাইয়ের উদ্দেশে শাকিব খান ভারতে যাচ্ছেন 'দরদ' সিনেমার শুটিংয়ে। আরিফিন শুভ মুম্বাই যাচ্ছেন 'মুজিব' সিনেমার প্রচারে। 

আগামীকাল ২৫ অক্টোবর মুম্বাইতে শ্যাম বেনেগাল পরিচালিত আরিফিন শুভ অভিনীত 'মুজিব' সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভারতে এই  সিনেমাটি মুক্তি পাবে ২৭ অক্টোবর। 

এদিকে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান 'দরদ' সিনেমার শুটিং হবে ভারতে বারানসিতে আগামী ২৭ অক্টোবর থেকে। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। 

'দরদ' সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।