এবার আমাকে আর অপমান করবেন না: কাজী হায়াৎ

জাহিদ আকবর
জাহিদ আকবর
14 December 2022, 06:49 AM

পরিচালক কাজী হায়াৎ নির্মিত অনুদানের সিনেমা 'জয় বাংলা' আগামী ১৬ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এই পরিচালক। 

কাজী হায়াৎ বলেন, 'আমি পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদে  দাঁড়িয়েছি। পরিচালক সমিতির সদস্য কতজন আছে আমি জানি না। তবে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমার অনেক বয়স হয়ে গেছে, এখন ৭৫ বছর। এই বয়সে সাধারণত মানুষ বেঁচে থাকে না। যেভাবেই হোক আমি ভোটে দাঁড়িয়েছি। আগামী ৩০ ডিসেম্বর এই নির্বাচন। এইবার আমাকে আর অপমান করবেন না। শেষবারের মতো একটা  সুযোগ দেবেন। যদি আপনাদের কাছে কোনো অপরাধ, ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন।'

তিনি আরও বলেন, 'আমার বেঁচে থাকা অবস্থায় 'জয়বাংলা' নামে সিনেমাটা বানাতে পেরেছি সেটা নিয়ে অনেক গর্বিত। এটা আমার ভালোবাসার একটা সিনেমা।'

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে 'জয় বাংলা' নির্মিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুলসহ অনেকেই।

কাজী হায়াৎ পরিচালিত সবশেষ সিনেমা 'বীর' মুক্তি পেয়েছিল ২০২০ সালে।