কাজাখস্তানের পর দেশে ‘দম’
কাজাখস্তানে শুটিং শেষে দেশে ফিরেছেন দম সিনেমার টিম। গত ৬ ডিসেম্বর দেশে ফেরে তারা।
সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, সেখানে দম টিম মাইনাস টু তাপমাত্রায় টানা শুটিং করেছে। বাকি অংশের শুটিং দেশে শুটিং হবে।
'সিনেমাটির শুটিং শুরু হয় কাজাখস্তানে। আমরা দুর্গম কিছু স্থানে শুটিং করেছি। সেখানে আবহাওয়া অনেক প্রতিকূল ছিল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তায় আমরা শুটিং শেষ করে ফিরতেও পেরেছি। এবার দেশে শুটিং করার পালা,' বলেন তিনি।
আগামী ঈদেকে সামনে রেখে নির্মতব্য দমে অভিনয় করছেন—আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী প্রমুখ।
পূজা চেরি বলেন, 'দম সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে, এটি আমার অভিনয় জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক সিনেমাটি দেখলে বুঝবেন, কেন আমি এভাবে বলছি।'
সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট।