পাঁচ দশকে শাবানা-আলমগীরের ‘চাষীর মেয়ে’

By স্টার অনলাইন রিপোর্ট
12 October 2025, 08:27 AM

শাবানা-আলমগীর জুটি অভিনীত 'চাষীর মেয়ে' মুক্তির পাঁচ দশক পেরিয়েছে।

মুক্তির পাঁচ দশক উপলক্ষে আগামীকাল বিকেল ৩টা ০৫ মিনিটে একটি বেসরকারি চ্যানেলে সিনেমাটি প্রচারিত হবে।

বাবুল চৌধুরী পরিচালিত ও চিত্রা জহির প্রযোজিত সিনেমাটি ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পেয়েছিল। 

এই সিনেমাতে আরও অভিনয় করেছেন, সুজাতা, প্রবীর মিত্র, সুভাষ দত্ত, আনোয়ারা, টেলি সামাদ।

সিনেমাটির কাহিনি লিখেছেন সাঈদুর রহমান সাঈদ, সংলাপ রচয়িতা আশীষ কুমার লৌহ। সংগীত পরিচালক সত্য সাহা, গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন, সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী।