বাগদানের গুঞ্জনে হ্যাঁ-না কিছুই বললেন না রাশমিকা
ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা এ বছরের অক্টোবরে হায়দরাবাদে বাগদান সেরেছেন। এই গুঞ্জন নিয়ে চুপ ছিলেন রাশমিকা ও বিজয়। তবে অবশেষে বহুচর্চিত গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা।
বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, থাম্মা সিনেমার প্রচার অনুষ্ঠানে রাশমিকার কাছে বাগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, 'সবাই বিষয়টা জানে।'
বিয়ের গুঞ্জন নিয়ে রাশমিকার প্রতিক্রিয়া
এদিকে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশমিকা বিয়ের আলোচনা নিয়ে কথা বলেন। তবে তিনি বিয়ের কথা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তিনি জানান, সময় হলে নিজেই সবাইকে জানাবেন।
রাশমিকার ভাষায়, 'বিয়ে নিয়ে আমি এখনই কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন বলার সময় হবে, তখন বলব।'
রাশমিকা–বিজয়ের বিয়ের প্রস্তুতির খবর
অন্যদিকে গত মাসে একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানায়, রাশমিকা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং বিয়ের সম্ভাব্য ভেন্যু দেখতে উদয়পুরও গিয়েছিলেন।
রাশমিকা–বিজয়ের সম্পর্কের গুঞ্জন কেন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, রাশমিকা–বিজয় জুটি ২০২৫ সালের অক্টোবরে হায়দরাবাদে গোপনে বাগদান সেরেছেন। তারা নাকি গীতা গোবিন্দম (২০১৮) ও ডিয়ার কমরেড (২০১৯) সিনেমাতে একসঙ্গে কাজ করার সময় থেকেই সম্পর্কে জড়ান। বিভিন্ন জায়গায় অনেকবার তাদের একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের আগস্টে তারা একসঙ্গে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডেতে নিউইয়র্কে উপস্থিত ছিলেন। এছাড়াও 'ভারত বিয়ন্ড বর্ডারস' অনুষ্ঠানেও তাদের দেখা যায়।