নতুন বছরে গুরু-শিষ্যের ‘বোকামন’

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2023, 09:24 AM
UPDATED 23 December 2023, 16:29 PM

সংগীত পরিচালনা থেকে শুরু করে সংগীত জীবনের আরও অনেক কিছুই হাবিব ওয়াহিদের কাছ থেকে শিখেছেন ইমরান। তার সুর করা গানে কণ্ঠও দিয়েছেন।

তাই হাবিব ওয়াহিদকে গুরু মানেন এই গায়ক।

গত এক দশকে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন ইমরান। এবারে গুরুর জন্য 'বোকামন' শিরোনামে একটি গান করেছেন তিনি। এবারই প্রথম ইমরানের সুরে গান করবেন হাবিব।

গানটি লিখেছেন রজত ঘোষ, ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিকের ব্যানারে নতুন বছরের শুরুতে গানটি প্রকাশ হবে।

ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, '"বোকামন" গানটি আমার জন্য স্পেশাল। কারণ হাবিব ভাই আমার গুরু মানুষ। তার জন্য গান তৈরি করা আমার জন্য অনেক ভালোলাগার ব্যাপার। বেশ সময় নিয়ে কাজটি করেছি। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে।'

'হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। সেই অনুভূতি ভালোবাসা নিয়েই কাজটি করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমার আর হাবিব ভাইয়ের গানের ভিডিও অংশের শুটিং হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে গানটা প্রকাশিত হবে,' বলেন তিনি।