অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার: সজল

By শাহ আলম সাজু
11 December 2025, 16:12 PM
UPDATED 11 December 2025, 22:33 PM

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা আব্দুন নূর সজল। সম্প্রতি নায়িকা শবনম বুবলীর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সজলের নতুন চলচ্চিত্রের কাজ, সেখানে তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।

নিজের ব্যস্ততা সম্পর্কে দ্য ডেইলি স্টারকে সজল বলেন, দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। এ বছর বেশকিছু ভালো কাজ করেছি। বছরের শেষ মাসেও নতুন সিনেমার শুটিং শুরু করব।

তিনি বলেন, এ বছর মুক্তি পাওয়া 'জ্বীন থ্রি' সিনেমায় আমার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। এই সিনেমার কন্যা গানের জন্য এখনো প্রশংসা পাচ্ছি। সব মিলিয়ে বছরটি ভালো কাটলো।

সজল প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে সিনেমা করতে যাচ্ছেন। সিনেমাটির নাম 'দুর্বার'। পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। 

এ বিষয়ে ডেইলি স্টারকে সজল বলেন, দুর্বার মূলত থ্রিলার ঘরানার সিনেমা। এতে অনেক চমক থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

অপু বিশ্বাস সম্পর্কে তিনি বলেন, অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয়, তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা বেশি।

অন্যদিকে, সজল ও বুবলী জুটির সিনেমার নাম 'শাপলা শালুক'। পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। 

পরিচালক সম্পর্কে জানতে চাইলে সজল বলেন, তিনি অসম্ভব যত্ন নিয়ে কাজটি করেছেন। শেরপুরের বর্ডার এলাকায় শুটিং করেছি। তা-ও আবার গ্রামে। সম্প্রতি শেষ লটের শুটিং করে এলাম। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই শুটিং করেছি ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনও হয়েছে রাত ৩-৪ টা পর্যন্ত শুটিং করেছি। শীতের রাতে শুটিং করেছি কাজের প্রতি ভালোবাসা থেকে। এই সিনেমায় আমাকে দেখা যাবে একজন ভূমি অফিসারের চরিত্রে। এমন চরিত্র আগে কখনো করা হয়নি। অনেক পছন্দের একটি সিনেমা শাপলা শালুক।

'শাপলা শালুক' একটি সংগ্রামের গল্পের সিনেমা। এমন সংগ্রামের গল্প কমই দেখা যায়',  যোগ করেন সজল ।

বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবার দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল।

তিনি আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে দুর্বার সিনেমার শুটিং দিয়ে বছর শেষ করব। আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। এভাবেই কাজ করে যেতে চাই।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন, এখন কোন চরিত্র আপনাকে টানে, এমন প্রশ্নে সজল বলেন, যে ধরনের চরিত্রে ভিন্নতা আছে। গল্পে ভিন্নতা আছে। কোনো তাড়াহুড়া নেই আমার। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।