রেডিও অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন সাবিলা নূর

By স্টার অনলাইন রিপোর্ট
1 December 2025, 09:28 AM
UPDATED 1 December 2025, 17:09 PM
ওই অনুষ্ঠানে সাবিলা তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়, ব্যক্তিজীবন, সংসার ও চলচ্চিত্র নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

তানভীর তারেক এর গ্রন্থনা ও উপস্থাপনায় জাগো এফএম এর অনুষ্ঠান 'রাতাড্ডা উইথ তানভীর' এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর।

ওই অনুষ্ঠানে সাবিলা তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়, ব্যক্তিজীবন, সংসার ও চলচ্চিত্র নিয়ে বিস্তারিত কথা বলবেন।

নতুন সিজনে অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন হাসান মোহাম্মদ জুবায়ের।

অনুষ্ঠানটির উপস্থাপক ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, 'এই অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে ঠিক বাঁধিনি কখনও আমরা। এবং সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত সবচেয়ে দীর্ঘব্যপ্তির কোনো সেলিব্রিটি শো। এই শোয়ের কোনো কোনোটির ব্যপ্তি আড়াই থেকে ৩ ঘন্টারও বেশিও হয়েছে। মূলত আগত অতিথি তার জীবন দর্শন ও নানান বিষয় নিয়ে মতামত নিয়েই এই শোটি তৈরি। এবারেও এর ব্যতিক্রম থাকবে না। তবে এবারের কিছু পর্ব আমরা আউটডোরে বা বিভিন্ন লোকেশনে করার প্ল্যান রয়েছে। এই শো তে কোনো ভাইরাল টপিককে উৎসাহিত করা হয় না। বরং এই শোটি এক ধরনের আর্কাইভাল ভ্যালু তৈরির উদ্দেশ্যে করা হয়।'

sabila noor
সাবিলা নূর। ছবি: ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে নেওয়া

অনুষ্ঠান প্রসঙ্গে সাবিলা নূর বলেন, 'অনেক আগে একুশে টিভিতে আমার একটি শোতে তানভীর ভাইকে অতিথি করেছিলাম। এরপর ভাইয়ার অনলাইন শোতেও আমি হাজির হয়েছি। কিন্তু স্টুডিও সেশনে এই প্রথম আমি তার শোতে এলাম। রাতাড্ডা অনুষ্ঠানের একাধিক ক্লিপিংস আমি দেখেছি। উপস্থাপক এত ডিটেইল আর গভীর বিষয়ে আলোচনা করেন, সে কারণে কথা বলে আরাম পাই। এইধরনের আলোচনা করার প্লাটফর্ম আমাদের দেশে খুব একটা নেই। সত্যিই উপভোগ্য অনুষ্ঠানটি।'