মীমাংসা হলো ‘অমীমাংসিত’

By স্টার অনলাইন রিপোর্ট
30 November 2025, 14:41 PM
দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব চলচ্চিত্র ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে।

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব চলচ্চিত্র 'অমীমাংসিত' অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে।

আগামী ৪ ডিসেম্বর চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

ওয়েব চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। তবে টিজার প্রকাশের পর তৎকালীন সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির আগে সেন্সর ছাড়পত্র প্রয়োজন।

দুই দফা পর্যালোচনার পর গত বছরের এপ্রিলে বোর্ড জানায়, চলচ্চিত্রটি 'প্রদর্শনযোগ্য নয়'। এ কারণে মুক্তি আটকে যায়।

দীর্ঘ বিতর্ক ও জটিলতা শেষে শেষ পর্যন্ত মুক্তির পথ খুলে গেল 'অমীমাংসিত'-এর।

এক সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড এবং তার উত্তেজনাপূর্ণ তদন্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রহস্যঘেরা এই চলচ্চিত্র। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অন্যান্য শিল্পীরা।