তাহসান-রোজার মধুচন্দ্রিমার একগুচ্ছ ছবি
মধুচন্দ্রিমায় তাহসান ও রোজা
নতুন বছরের শুরুতে বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। বিয়ের পরপরই মধুচন্দ্রিমা উদযাপনে মালদ্বীপ গেছেন দুজনে। সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন রোজা।
সৈকতে লাল গাউনে রোজা।
ছবিতে দেখা যাচ্ছে, মালদ্বীপের নীল জলে সাদা বালি মেখে সাগর পাড়ে লাল রঙা গাউন পরে আছেন তিনি।
রোজা নিজের ফেসবুকে শেয়ার করেছেন হানিমুনের ছবি।
যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদ এবং তাহসান খান ৪ জানুয়ারি সন্ধ্যায় বিয়ে করেন।
এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এই খাতের প্রশিক্ষক হিসেবে নারীদের প্রশিক্ষণ দেওয়া ও উদ্যোক্তাদের সাহায্য করার অভিজ্ঞতাও আছে তার।
মধুচন্দ্রিমার আয়োজন