কে-পপ ব্যান্ড আনছেন অ্যাডরের সাবেক প্রধান মিন হি-জিন

By স্টার অনলাইন ডেস্ক
3 December 2025, 14:58 PM

অ্যাডরের সাবেক সিইও ও নতুন কে-পপ এজেন্সি ওক রেকর্ডসের প্রধান মিন হি-জিন আগামী রোববার সিউলের একটি ড্যান্স একাডেমিতে বন্ধ অডিশনের আয়োজন করেছেন।

নিউজিন্স থেকে সরে আসার পর মিন হি-জিনের এই উদ্যোগকে নতুন কে-পপ ব্যান্ড তৈরির প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আজ বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিন হি-জিন অক্টোবর ওক রেকডর্স প্রতিষ্ঠা করেন এবং অল্প সময়ের মধ্যেই করপোরেট নিবন্ধনও নেন। নতুন নিবন্ধিত এই কোম্পানির কার্যক্রমের মধ্যে আছে, শিল্পী ব্যবস্থাপনা, মিউজিক ও অ্যালবাম প্রডাকশন, ডিস্ট্রিবিউশন, কনসার্ট ও ইভেন্ট পরিকল্পনা এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট।

ওক রেকর্ডস ড্যান্স স্টুডিওর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন অডিশনের আহ্বান জানিয়েছে। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিরা এ অডিশনে অংশ নিতে পারবে। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন, জাতীয়তাও কোনো বাধা নয়। তাই ধারণা করা হচ্ছে, মিনের এজেন্সি গার্ল গ্রুপ ও বয় গ্রুপ উভয় ধরনের প্রকল্প বিবেচনায় রেখেছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার রাত ১০টা।

একসময় নিউজিন্স সদস্যদের সঙ্গে ভালো সম্পর্কের জন্য মিনকে বলা হতো 'নিউজিন্সের অভিভাবক'। গত ১২ নভেম্বর গ্রুপটির সদস্যরা অ্যাডরে ফেরার ইচ্ছা প্রকাশ করলে মিন তাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।

যদিও অ্যাডর এখনো মিনজি, হান্নি ও ড্যানিয়েলের সঙ্গে আলাদাভাবে বৈঠক শেষ করেনি। তাই শিল্প বিশ্লেষকদের মতে, মিন ও নিউজিন্স এখন ভিন্ন পথে হাঁটছে।

গত বছর নভেম্বর নিউজিন্স অ্যাডরের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে। আগস্টে মিন প্যারেন্ট কোম্পানি হাইবের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিইও পদ থেকে বরখাস্ত হন।

এরপর দীর্ঘ ১০ মাসের আইনি লড়াই শেষে অক্টোবরে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট অ্যাডর ও নিউজিন্সের চুক্তির বৈধতার স্বীকৃতি দেয়। ফলে অ্যাডরের অধীনে গ্রুপটির কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয়।