আটকে থাকা যে ৩ সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে

জাহিদ আকবর
জাহিদ আকবর
3 December 2025, 12:25 PM
এসব মুক্তি প্রতীক্ষিত সিনেমা বিভিন্ন কারণে আটকে ছিল, মুক্তি দেওয়া যায়নি।

চলতি মাসে বেশকিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে দেশের ওটিটি প্লাটফরমগুলোতে। এসব মুক্তি প্রতীক্ষিত সিনেমা বিভিন্ন কারণে আটকে ছিল, মুক্তি দেওয়া যায়নি। এমনই ৩টি সিনেমা হলো 'অন্তরাত্মা', 'নূর' ও 'অমীমাংসিত'।

অন্তরাত্মা

শাকিব খান অভিনীত 'অন্তরাত্মা' সিনেমাটি ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি  পেতে যাচ্ছে ৪ ডিসেম্বর। সিনেমাটি অবশ্য আগেই মুক্তি পেয়েছে সিনেমা হলে। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমা হলের দর্শকরা দেখেছেন সিনেমাটি।

তবে, সিনেমাটির শুটিং শেষ হয়েছিল বছর আগে ২০২১ সালে। নানা কারণে সেটা মুক্তি দিতে বেশ খানিকটা সময় লেগে যায়।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।

সিনেমার গল্পে দেখা যায়, ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে। বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কোনোকিছুর অভাব না থাকলেও সে খুব একা। তার সঙ্গে দেখা হয় রূপকথার (দর্শনা)। প্রেমে পড়ে, বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।

নূর

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত 'নূর' নির্মাণ করা হয়েছিল বড় পর্দার জন্য। কিন্তু, শেষ পর্যন্ত আগামী ১০ ডিসেম্বর এটি মুক্তি পাচ্ছে ওটিটি মাধ্যম বায়োস্কোপে।

গত ২ ডিসেম্বর প্রকাশ পেয়েছে রায়হান রাফীর নির্মিত 'নূর' সিনেমার প্রথম গান 'স্বপ্ন'। ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন।

সিনেমাটি ২০২২ সালে প্রথম সেন্সর বোর্ডে জমা পড়ে। কিছু ত্রুটির কারণে ছাড়পত্র আটকে যায়। সংশোধন শেষে একই বছরের শেষ দিকে ছাড়পত্র পায়।

অমীমাংসিত

রায়হান রাফী নির্মিত ওয়েব চলচ্চিত্র 'অমীমাংসিত' অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। এ মাসেই চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অনেকেই।

'অমীমাংসিত' ওয়েব সিনেমাটি মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। তবে টিজার প্রকাশের পর তৎকালীন সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির আগে সেন্সর ছাড়পত্র প্রয়োজন।

দুই দফা পর্যালোচনার পর গত বছরের এপ্রিলে বোর্ড জানায়, চলচ্চিত্রটি 'প্রদর্শনযোগ্য নয়'। এ কারণে মুক্তি আটকে যায়।