অপূর্ব-মিম প্রথমবার হইচইয়ে, আসছে ৮ কনটেন্ট

By স্টার অনলাইন রিপোর্ট
18 January 2023, 17:11 PM
UPDATED 18 January 2023, 23:37 PM

আজমেরী হক বাঁধন, জিয়াউল ফারুক অপূর্ব, বিদ্যা সিনহা সাহা মিম, আফরান নিশো এবং মোশাররফ করিম অভিনীত ৮টি কনটেন্ট আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। নতুন বছরে বড় এই ঘোষণা দিলো প্ল্যাটফর্মটি।

এ বছর আরও বেশি দর্শকপ্রিয় কন্টেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। হইচইয়ের দর্শকদের কাছে নির্মাতা তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ আসছেন তাদের নতুন কনটেন্ট নিয়ে।

325551805_1123557084974723_7328839997955351191_n.jpg
‘মিশন হান্টডাউন’ নিয়ে আসছেন বিদ্যা সিনহা সাহা মিম। ছবি: সংগৃহীত

এই তালিকায় নতুন করে যোগ হচ্ছে অনম বিশ্বাস, ফয়সাল আহমেদ, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশু, সানী সানোয়ারের নাম। অরিজিনাল সিরিজগুলোর নাম হলো মিশন হান্টডাউন, অ্যা কমন ম্যান, বুকের মধ্যে আগুন, রঙ্গিলা কিতাব, কাইজার লেভেল ২, মহানগর ২, অদৃশ্য এবং ডেল্টা ২০৫১।

এক সংবাদ বিবৃতিতে হইচই জানিয়েছে, হইচইয়ে প্রথমবারের মত কাজ করছেন বিদ্যা সিনহা সাহা মিম এবং জিয়াউল ফারুক অপূর্ব। এ ছাড়া, ফিরতে দেখা যাবে আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিমকে।