গরুর মাংস আমদানি করা হবে না: বাণিজ্যমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2023, 10:52 AM
UPDATED 25 November 2023, 16:58 PM

দেশে গবাদিপশু শিল্পের প্রবৃদ্ধির কথা বিবেচনায় রেখে সরকার গরুর মাংস আমদানির অনুমতি দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির 'ভোক্তা অধিকার সচেতনতা' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে গরুর মাংসের চাহিদা কমে যাওয়ায় গত কয়েকদিন ধরে বাজারে গরুর মাংসের দাম কমতে শুরু করেছে।'

দেশে বেকারত্ব কমাতে গবাদিপশু পালনও অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'ডলারের দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানিতে শুল্ক কমানোর সুবিধা ক্রেতারা পারছেন না।'