ছবিতে বছরের শেষ দিন

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2024, 15:42 PM
UPDATED 31 December 2024, 21:56 PM

পুরোনো বছরকে বিদায় আর নতুনকে বরণ করে নিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নানা আয়োজনে বরণ করা হবে ইংরেজি নতুন বছর ২০২৫ সাল।

wasa-md-cartoon.jpg
২০২৪ সালের শেষ দিনের সূর্যাস্ত। ছবিটি ব্রাহ্মণবাড়িয়া থেকে তোলা। ছবি: মাসুক হৃদয়/ স্টার

নতুন বছর মানেই নতুন আশা। বছরের শেষ দিনের সূর্যোদয় মনে করিয়ে দেয় কাল আসছে নতুন দিন। 

273662781_1025124134744343_9064049138603020361_n.jpg
বছরের শেষ দিনের ভোর। ছবিটি আজ খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: হাবিবুর রহমান/ স্টার

annie_hall.jpg
কক্সবাজার সমুদ্র সৈকতে বছরের শেষ দিনের সূর্যাস্ত। ছবি: রাজীব রায়হান/ স্টার

বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসেন লাখো পর্যটক। 

tds_61.jpg
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খেজুর রস সংগ্রহ করছেন গাছি। ছবিটি খুলনার দৌলতপুর এলাকা থেকে আজ বছরের শেষ দিন তোলা। ছবি: হাবিবুর রহমান/ স্টার

her.jpg
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: ছবি: রাজীব রায়হান/ স্টার

বছরের শেষ দিনের সূর্যাস্তের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় সারা বিশ্বের মানুষ। 

noakhali_coillision_pic_1.jpg
কক্সবাজারে নতুন বছর বরণ করতে এসেছেন পর্যটকেরা। ছবি: রাজীব রায়হান/ স্টার

mim-1_0.jpg
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: ছবি: রাজীব রায়হান/ স্টার