ফোর্ডের কারখানা কিনছে টাটা

By স্টার অনলাইন ডেস্ক
8 August 2022, 06:40 AM
UPDATED 8 August 2022, 12:47 PM

ভারতের গুজরাটে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা কিনতে যাচ্ছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ফোর্ডের কারখানাটি ৭২৬ কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, টাটার চলমান চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়ানোর প্রয়োজন। এ কারণেই এ চুক্তিটি সাক্ষর হতে যাচ্ছে।

টাটার বিদ্যুৎচালিত পরিবহনের অঙ্গসংগঠন ও ফোর্ডের ভারতীয় কারখানার চুক্তি অনুসারে, প্রতিষ্ঠানটির মালিকানাধীন জমিসহ ইউনিট, উৎপাদনে ব্যবহৃত সব যন্ত্র ও 'যোগ্য কর্মীদের' টাটা অধিগ্রহণ করবে।

গত ২০ বছরের বেশি সময় ধরে ফোর্ড ভারতে মুনাফা না করতে পারায় উৎপাদন বন্ধ রেখেছে।

টাটা মোটরসের বার্তায় বলা হয়, 'এই চুক্তি সময়োপযোগী। এখানে সব পক্ষই লাভবান হবে।'

গত সেপ্টেম্বরে ফোর্ড জানিয়েছিল যে তারা ভারতে গাড়ি উৎপাদন বন্ধ করতে যাচ্ছে। তাদের এই সিদ্ধান্তে ৪ হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে বলেও জানানো হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১০ বছরে ভারতে ফোর্ড প্রায় ২০০ কোটি ডলার লোকসান করেছে।

'ভারতে বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে' উল্লেখ করে এতে আরও বলা হয়, মার্কিন প্রতিষ্ঠান জেনারেল মোটরস, জার্মানির ভক্সওয়াগনের ম্যান ট্রাকস ও জগদ্বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা হার্লি ডেভিডসন সম্প্রতি ভারতে উৎপাদন বন্ধ করেছে।

সেই তালিকায় এখন ফোর্ডের নাম যুক্ত হলো।

চাহিদা না থাকায় চলতি বছরের শুরুতে জাপানের অন্যতম শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান নিশান তাদের 'দাতসুন' ব্র্যান্ডের গাড়ি ভারতের বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়।

২০০৮ সালে যুক্তরাজ্যে টাটা মোটরস ফোর্ডের কাছ থেকে জাগুয়ার ও ল্যান্ড রোভারের প্ল্যান্ট কিনে নেয়।