এনইআইআর গ্রাহকদের সুরক্ষায় বড় পদক্ষেপ: এমআইওবি

By স্টার অনলাইন রিপোর্ট
6 January 2026, 09:46 AM
UPDATED 6 January 2026, 15:57 PM

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম গ্রাহকদের সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা আনতে ও দেশের মোবাইল ফোন শিল্পকে টেকসই করতে একটি বড় পদক্ষেপ।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) নেতারা।

এমআইওবির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, এনইআইআর বাস্তবায়ন অবৈধ, নকল এবং চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও ব্লক করতে, প্রতারণা ও ফোন ক্লোনিং কমাতে এবং বৈধ ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে।

এমআইওবি জানিয়েছে, দেশের ১৮টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি বিনিয়োগ মিলিয়ে তিন হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। এই খাতে সরাসরি প্রায় ৫০ হাজার দক্ষ শ্রমিক কাজ করেন। পাশাপাশি আরও প্রায় ৫০ হাজার মানুষ ডিলারশিপ, সার্ভিস সেন্টার, সেলস রিপ্রেজেন্টেটিভ এবং রিটেইল অপারেশনে কাজ করে।

এই কর্মীদের প্রায় ৩০ শতাংশ নারী বলেও জানায় এমআইওবি।

এমআইওবি নেতারা সম্প্রতি এনইআইআর কার্যক্রম উদ্বোধনকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনার নিন্দা জানান। তারা সব পক্ষকে আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে মতবিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন।