মোবাইল অপারেটরদের টার্নওভার ট্যাক্স কমে ১.৫ শতাংশ হবে

By স্টার বিজনেস রিপোর্ট
2 June 2025, 10:29 AM
UPDATED 2 June 2025, 19:48 PM

প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল অপারেটরদের ওপর টার্নওভার ট্যাক্স ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে।

তবে এই খাত সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন, এই পরিবর্তনে গ্রাহকদের উপকৃত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমান নিয়মে শুধুমাত্র লাভজনক নয়, এমন প্রতিষ্ঠানের জন্য টার্নওভার ট্যাক্স হ্রাস প্রযোজ্য হয়।

তিনটি প্রধান মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে শুধুমাত্র বাংলালিংক এই সুবিধা প্রাপ্য হবে। কারণ, বাকি দুটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদের লাভ থেকে করপোরেট ট্যাক্স দেয়।

বাংলালিংকের প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মকর্তা তাইমুর রহমান বলেন, 'আমরা যেকোনো কর হ্রাসকে স্বাগত জানাই। তবে আমরা বিশ্বাস করি, এটা শূন্যে নামিয়ে আনা উচিত। যখন কোম্পানি লাভজনক হয়ে ওঠে, তখন তারা পূর্ববর্তী টার্নওভার ট্যাক্স পরিশোধ করতে পারে।'